বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বগুড়া লেখক চক্র পুরস্কার

বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৪ ঘোষণা
ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র এ বছর তাদের পুরস্কার ঘোষণা
করেছে। গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের সভাপতি ইসলাম রফিক এক
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।
এ বছর ছয়টি বিষয়ে ছয় জনকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৪’ এর জন্য মনোনিত করা
হয়েছে। পুরস্কার প্রাপ্তরা হলেন: কবিতায় জুয়লে মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ,
প্রবন্ধ সাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নর্বতী’ সম্পাদক শেলী
সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু।

লেখক পরিচিতি

শফিক সেলিম
শফিক সেলিম
শফিক সেলিম (২০ আগস্ট, ১৯৮১) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুটিয়াজানি গ্রামে জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। পেশায় একজন শিক্ষক। তিনি শিল্প-সাহিত্য ও মননের লিটলম্যাগের ‘মানুষ’—এর সম্পাদক।
এ বিভাগের আরও লেখা

ফেসবুক পেইজ

বিজ্ঞাপন

spot_img

জনপ্রিয় লেখা

তবু ফুলেরা হাততালি দেয়

মধুপুর যেতে যেতে

বেলা শেষের দর্শন

চাইনিজ কবিতা